হাটহাজারীর মদুনাঘাট পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে দেড় হাজার লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সেই সাথে চোলাই মদ বহনকারী একটি ট্রাক ও জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে কাপ্তাই মহাসড়কের নজুমিয়ারহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বলেন গতকাল চোলাই মদ, ট্রাকসহ আসামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরির্দশক(নিঃ) মোঃ সোহরাওয়ার্দী জানান, গত মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কপ্তাই মহাসড়কের নজুমিয়ারহাট এলাকায় একটি ট্রাক আটক করা করা হয়। আটকট্রাকে তল্লাশী করে ট্রাক থেকে আসামি মোঃ রুবেল(২৫), পিতা-মোঃ ওসমান, সাং-মঘাইছড়ি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার পূর্বক আসামীর দেখানো মতে ওই ট্রাক হইতে ৭৫ বস্তায় ১৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করে। এই সংক্রান্তে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।