মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমএলএ ও সাবেক সংসদ সদস্য স্বর্গীয় শ্রী চিত্তরঞ্জন সূতার ১৯ তম স্মরন সভা অনুষ্ঠীত হয়েছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুঁয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠির নিজ গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দেবাশ্রম ব্যাসকাঠিতে সোমবার রাতে এই স্মরন সভা অনুষ্ঠীত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল।
এসময় বক্তারা তার কর্মময় জীবনের বর্নাঢ্য ইতিহাস, মহান মুক্তিযদ্ধে তার সাহসী ভ ূমিকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুদ্ধকালীন বিভিন্ন পরামর্শ ও ঘনিষ্ট সহচর হিসেবে তার পাশে থাকার গুরুত্বপূর্ন ভ ূমিকা ও অবদান স্মরন করে স্মৃতিচারন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মথুয়া সম্প্রদায়ের সভাপতি সুব্রত ঠাকুর, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশ্রাফুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও অসংখ্য সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ স্মরন সভায় উপস্থিত ছিলেন।