পঞ্চগড়ের বোদায় দিনে দুপুরে জমি দখল সংক্রান্ত জেরে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার দুপুরে জমি সংক্রান্ত জেরে তসলিমউদ্দীন গং ও আজিজার গংদের মধ্যে জমি দখল সংক্রান্ত সংঘর্ষে তসলিমউদ্দীন গং এর খলিলুল, মোশারফ, ইউসুছ, দবিরুল, সালাম, সাদ্দাম ও আজিজার গং এর জহিরুল ও তাজিরুল গুরুত্বর আহত হলে তাদের সকলকে বোদা সদর হাসপাতলে ভর্তি করা হয়। এর মধ্যে তসলিমউদ্দীন গংদের ইউনসু ও মোশারাফ গুরুত্বর জখম হলে তাদের বোদা হাসপাতালে হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা আশংখা জনক বলে জানা গেছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, জমি সংক্রান্ত জেরে দুই পক্ষে সংঘর্ষে ঘটনা পুলিশ পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।