গত ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।অনেক উৎসাহ উদ্দিপনার সাথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে ভোট দিতে দেখা গেছে।এ নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।প্রশাসনিত তৎপরতা ছিল চোখে পরার মত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৩০ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশ নেয়। যার মধ্যে ১নং আলমপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী, ২নং কুর্শা ইউনিয়নে ৫ জন, ৩নং ইকরচালী ইউনিয়নে ৫ জন, ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নে ৭ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে ৬ জন প্রার্থী ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়।
রোববার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতে ফলাফল সংগ্রহ করে তা প্রকাশ করেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাদ্বয়। তাদের দেওয়া ফলাফল অনুযায়ী আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রাসেল মোটর সাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৬২ ভোট ও খায়রুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৭৩৩ ভোট নিয়ে ৩য় হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী আবউল মান্নান লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৯১২ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।
কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফজালুল হক সরকার নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আবু সালেক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৫০ ভোট।
ইকরচালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্রিস উদ্দিন চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৪৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন প্রামানিক আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে ৩য় ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আতিউর রহমান লিংকন নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৯৩১ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।
হাড়িয়ারকুঠি ইউনিয়নে জাসদ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান কুমারেশ রায় মশাল প্রতীক নিয়ে ৮ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বাবুল পেয়েছেন ৭ হাজার ৮৮৯ ভোট।
এদিকে সয়ার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আল ইবাদত হোসেন পাইলট মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৮৯ ভোট এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুশফিকুর রহমান রনি নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৭৮১ ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন।
নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন বলেন, সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।