তৃতীয় ধাপে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ প্রার্থী, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকে ২ এবং ঘোড়া ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ স্বতন্ত্র প্রার্থী বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-২, জাতীয় পার্টি-২ ও স্বতন্ত্র (বিএনপি)-২ প্রার্থী বিজয়ী হয়েছেন। হোসেনপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান লাঙ্গল প্রতীকে মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু (জাপা) ৩৯৩২ ভোট পেয়ে, মহদীপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ৬০৬৪ ভোট, বেতকাপা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান লাঙ্গল প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান (জাপা) ৫৩০৯ ভোট, পবনাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান মন্ডল (বিএনপি) ৩৪৬১ ভোট, মনোহরপুর ইউনিয়নে আ.লীগের নৌকা প্রতীকে মো. আবদুল ওহাব প্রধান রিপন বিজয়ী হয়েছেন ৬০৬২ ভোট পেয়ে এবং হরিনাথপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. কবির হোসাইন জাহাঙ্গীর (বিএনপি) ৩৬৬১ ভোট পেয়ে হয়েছেন।