রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে এক ব্যক্তি ও তাম্বুলপুর ইউনিয়নে পশ্চিমদেবু (ডোরাকুড়া) গ্রামের প্রনামী রাণী নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে এক আত্মহত্যা করেছে। নিহতরা হলেন ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুস সালামের ছেলে দুলাল মিয়া (৩২) ও তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (ডোরাকুড়া) গ্রামের মালোশিয়া প্রবাসী স্বপন চন্দ্রের স্ত্রী প্রনামী রাণী (২২)। তারা দুজনেই গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান এলাকাবাসী। সোমবার পীরগাছা থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।
নিহতদের স্বজনরা জানান, নিহত গৃহবধু প্রনামী রাণীর স্বামী দীর্ঘ ১২ বছর ধরে মালোশিয়া প্রবাসী। রোববার রাতে স্বামীর সাথে মোবাইলে ঝঁগড়া করে নিজ ঘরের তীঁরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাদের একটি সন্তান রয়েছে। অপর ব্যক্তি দুলাল মিয়ার স্ত্রী মাহফুজা বেগম বাবার বাড়ি গিয়ে দীর্ঘদিন থেকে ফিরে না আসলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন দুলাল মিয়া। কিন্তু স্ত্রী ফিরে না আসায় মনের দু:খে বাড়ির গেটের সামনে লিচু গাছে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দুলাল মিয়া। সোমবার দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে পীরগাছা থানা পুলিশ।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, মরদেহ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।