গতকাল রোববার রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে তাজিমুল ইসলাম শামীম (নৌকা)৭ হাজার ৬’শ ৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওঃ সুলতান মাহমুদ ২ হাজার ভোট পেয়েছেন। ৯ টি ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন-১ নং ওয়ার্ডে মোঃ কবিরুল ইসলাম(উটপাখি),২ নং ওয়ার্ডে মশিউর রহমান পারভেজ(ডালিম),৩ নং ওয়ার্ডে রাসেল মিয়া(বিনা প্রতিদ্বন্দ্বীতায় ),৪ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম আজাদ(ডালিম), ৫ নং ওয়ার্ডে আরমান আলী তালুকতার(উটপাখি),৬ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম(পানির বেতল),৭ নং ওয়ার্ডে আলমগীর হোসেন (উটপাখি), ৮ নং ওয়ার্ডে আবদুর রাজ্জাক(পানির বোতল) এবং ৯ নং ওয়ার্ডে নুরুল ইসলাম নুরু( ডালিম) নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডে এসমত আরা শেলী(চশমা),২ নং ওয়ার্ডে মোছাঃ শাবানা খাতুন (চশমা) ও ৩ নং ওয়ার্ডে সেলিনা আকতার শিখা(অটো রিক্সা) নির্বাচিত হয়েছেন।