রংপুরের পীরগাছায় রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ রহিম উদ্দিন ভরসার মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে কলেজের হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: ইয়াকুব আলী। প্রভাষক আহম্মদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, শিরিনা করিম স্কুল এ- কলেজের অধ্যক্ষ খন্দকার মতিয়ার রহমান, জেএন স্কুলের সাবেক শিক্ষক ছিদ্দিকুর রহমান, রহিম উদ্দিন ভরসা কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। স্মরণ সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে দোয়া পরিচালানা করেন পীরগাছা রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন।