বাংলাদেশ যুব ইউনিয়ন, গাইবান্ধা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাইবান্ধা শহরের ১ নং রেল গেইটে সিপিবি জেলা কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল। বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আহসান হাবীব প্লাবন, আহ্বায়ক রানু সরকার, আব্দুর রশিদ, আপন কুমার বর্মন, মিজান প্রমুখ।
সম্মেলনে আহসান হাবীব প্লাবনকে সভাপতি, রানু সরকারকে সাধারণ সম্পাদক এবং সঞ্জয় মহন্তকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।