আগামীকাল রোববার কুমিল্লার হোমনা উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ হোমনা থানা পুলিশকে বডি অর্ন ক্যামেরা প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সকল কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে এই বডি অর্ন ক্যামেরা প্রদান করা হয়েছে।
পুলিশকে বডি অর্ন ক্যামেরা প্রদানকালে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কুমিল্লা জেলা সুপার মো. ফারুক আহমেদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। ভোট কেন্দ্রের যে কোনো অপ্রিতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের সঙ্গে বডি অর্ন ক্যামেরা সংযুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, হোমনা সার্কেলের পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, ওসি আবুল কায়েস আকন্দসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।