বকশীগঞ্জে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তারা। তিনি বগারচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তারা বলেন,নানা বিষয় নিয়ে একই এলাকার বাসিন্দা মৃত রফিজ উদ্দিনের ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাশার দীর্ঘদিন যাবত তার সাথে শত্রুতা পোষন করে আসছে। পূর্ব শত্রুতার জেরে আবুল হোসেন গত এক বছরে আনোয়ার হোসেন,তার স্ত্রী,সন্তান ও ভাই ভাতিজাদের নামে ১০ টি মিথ্যা মামলা দায়ের করেছেন। স্কুল কলেজ পড়-য়া শিক্ষার্থীদেরও আসামি করা হয়েছে মামলায়। তাছাড়া যে ঘটনাগুলো উল্লেখ করে মামলা করা হয়েছে এরকম কোন ঘটনাই ঘটেনি। শুধু হয়রানি করতেই মামলা গুলো করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আনোয়ার হোসেনের ছোট ভাই বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন,আবুল বাশার এলাকায় চিহ্নিত মামলাবাজ হিসেবে পরিচিত। ইউনিয়ন বিএনপির পৃষ্টপোষক আবুল বাশার এলাকার অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। গত এক বছরে তাদের বিরুদ্ধে ১০ টি মিথ্যা মামলা করেছেন আবুল বাশার। মিথ্যা মামলায় প্রতি মাসে কয়েক বার আদালতে হাজিরা দিতে হয়। মামলায় হাজিরা দিতে দিতে নি:স্ব হয়ে গেছি। আমরা আপনাদের মাধ্যমে এর প্রতিকার চাই। সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলায় হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মামলার আসামি বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনালের ৮ম শ্রেনীর শিক্ষার্থী রিয়াদ হাসান উদয়,সারমারা নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী মিষ্টার ও এইচএসসি পরীক্ষার্থী নিয়ামত উল্লাহ তোলনা সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন,কোন কারণ ছাড়াই আমাদেরকে একাধিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এতে করে আমরা অনেক কষ্টে আছি ও পড়াশোনায় বিঘœ ঘটছে। আমরা এর প্রতিকার চাই।