পিরোজপুরের নাজিরপুর উপজেলার ষোলশত রামনাগর ক্লাস্টারের প্রাথমিক শিক্ষাকবৃন্দ ও এস এম সি কমিটির সভাপতিদের সমন্ময় উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু)কে সংর্বধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ষোলশত-রামনগর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি এম জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার, এ সময় বক্তব্য রাখেন, মো. রনু আহমেদ ইন্সট্রারক্টর ইউ আর সি নাজিরপুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান প্রমূখ। এ সময় প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক র্নিদেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং প্রাথমিক শিক্ষাকে উন্নয়নের লক্ষে প্রাথমিক শিক্ষকসহ এলাকার নির্বাচিত এস এম সি কমিটির সভাপতি ও এলাকার নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে বিষেশ ভুমিকা রাখার আহবান জানান। সংর্বধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭নং শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে অত্র এলাকার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।