আসন্ন ২০২১ (৪র্থ ধাপে) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলায় মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন (২৫ নভেম্বর) পর্যন্ত ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ৯৬ জন ও সাধারন সদস্য পদে ২৬৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরমধ্যে ডিমলা সদর ৩নং ইউপিতে আওয়ামীগের (নৌকা মার্কার) প্রার্থী আবুল কাশেম সরকার, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মোজাফ্ফর হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নুর আলম, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায়, শ্রী শৈলেন চন্দ্র রায়, মিনালুজ্জামান মিন্টু ও নুর মোবাশ্বর, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন, সাধারন সদস্য পদে ৪৫ জন। পূর্ব ছাতনাই ইউপিতে আওয়ামী লীগের (নৌকা মার্কার) প্রার্থী আবদুস ছাত্তার বুলু, স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ খান, আব্দুল্লাহ আল মামুন, ও মজিবর রহমান, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ২৭ জন। বালাপাড়া ইউপিতে আওয়ামীগের নৌকা মার্কার) প্রার্থী জহুরুল ইসলাম ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম চৌধুরী, আফরাইম আল মিছরী বাবুল ও জাহানারা বেগম, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৪৫ জন। ঝুনাগাছ চাপানী ইউপিতে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোজাম্মেল হক, বাংলাদেশ ওয়াকার্স পার্টির কানু চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান, একরামুল হক চৌধুরী, আবদুল আজিজ, আবুল বাশার মোঃ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী ও মিজানুর রহমান, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন, সাধারন সদস্য পদে ৪৭ জন। নাউতারা ইউপিতে আওয়ামী লীগের (নৌকা মার্কার) প্রার্থী সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন মিন্টু, জাহিদুল ইসলাম, হামিদুর রশিদ, কামরুল ইসলাম, প্রতিকুল চন্দ্র রায়, ওয়েহেদুজ্জামান ও আশিক ইমতিয়াজ মোর্শেদ, সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৩৮ জন। পশ্চিম ছাতনাই ইউপিতে আওয়ামী লীগের (নৌকা মার্কার) প্রার্থী আনোয়ারুল হক সরকার, স্বতন্ত্র প্রার্থী আঃ আলিম ও মাহবুবুল আলম, সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারন সদস্য পদে ২৭ জন। খালিশা চাপানী ইউপিতে আওয়ামী লীগের (নৌকা মার্কার) প্রার্থী আতাউর রহমান সরকার, স্বতন্ত্র প্রার্থী সাহিদুজ্জামান সরকার, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম,শামসুল হক হুদা ও প্রান কিশোর রায়, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সাধারন সদস্য পদে ৩৭ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ২৯ নভেম্বর ২০২১ মনোনয়ন পত্র বাছাই,৬ ডিসেম্বর ২০২১ প্রার্থীতা প্রত্যাহার ও আগামী ২৬ ডিসেম্বর সকাল ৮.০০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।