জামালপুরের মেলান্দহে আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতা রূপ দিতে বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর মধ্য রাতে উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিরিঘাট তেঘরিয়ার বানিয়াবাড়ি এলাকায়।
ভূক্তভোগি দুলাল মিায়া কালা (৪২) জানান-ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ইতোপূর্বেআরো দুইবার দুলাল মিয়ার ঘরে অগ্নিসংযোগ করেছিল।
এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-নির্বাচনকে সামনে রেখে যাতে কেও ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখা হয়েছে।