চট্টগ্রামের চন্দনাইশে এক রাতে ৫ টি গরু চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দক্কিণ হারলা আনোয়ার মাষ্টার বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা যায় ওইদিন একটি সংঘবদ্ধ চোরের দল পালাক্রমে আবদুল চত্তার,ছৈয়দ নুর ও মোজাফ্ফরের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে।যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে ক্কতি গ্রস্হ পরিবারের সদস্যরা জানিয়েছেন।এ ব্যাপারে মোজাফ্ফর বাদি হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে গত ২৩ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ১টি চোরাই গরুসহ ৫জনকে আটক করেছিলেন। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।