রংপুরের পীরগাছায় মাছ চাষ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস। উপজেলা পরিষদ হলরুমে এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমান প্রমুখ। উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণে ৩২জন মৎস্য চাষী প্রশিক্ষণ গ্রহন করেন।