পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘনায় আহতÑ২। আহতরা হলেন মাইনুর বেগম (৪০) ও তার স্বামী শহিদুল গাজী (৫৫)। বুধবার দুপুরে উপজেলা পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরের মটবাড়ীয়া যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসি বরিশাল-ব ১৯-০০১৫ গাড়ী উমেদপুর স্থানে আসায় পিরোজপুর যাওয়ার পথে একটি ইঞ্চিল চালিত ভ্যানের সাথে ধাক্কা লাগলে ভ্যানে থাকা স্বামী স্ত্রী ও ভ্যান চালক গুরত্বর আহত হয়। পরে তাদের কে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরন করলে সেখান কর্তাব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়। এ বিষয় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। তবে বাসটি আটক আছে।