চট্টগ্রামের হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউপিতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকের হোসেন বুধবার তাঁর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি ইউপি নির্বাচনে সাধারণ জনমতের প্রতিফলনের জন্য অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন। স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার মানুষের আশা আঙ্খাংকার প্রতীক। এ নির্বাচনে যদি সাধারণ মানুষের ভোটাধীকার প্রয়োগে স্বাধীনতা থাকে তাহলে তারা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে যদি এর ব্যর্তয় ঘটে তাহলে সাধারণ মানুষ তাঁর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান থেকে বঞ্চিত হবে। তিনি গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং সড়কের রেলগেইট এলাকায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় ভাংচুরও হামলার অভিযোগ করে উপস্থিত সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি এই ইউনিয়নে অবাদ নির্বাচন হয় তাহলে তাঁর বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাছাড়া শান্তিপূর্ণ নির্বাচনে যে প্রার্থী নির্বাচিত হয়ে আসবে তাকে তিনি অভিনন্দন জানাবে এবং ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য তাঁর সার্বিক সহযোগীতা প্রদান করবেন। তিনি বিগত দিনেও এ ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে মানুষকে সেবা প্রদান করেছেন। তাঁর নির্বাচনী এলাকায় ১০টি কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের দিন পর্যাপ্ত সংখ্যক আইনশৃ্খংলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিষ্ট্রেট নিয়োগের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে আবেদন করেন। তিনি জেলা প্রশাসন নির্বাচনের প্রাক:কালে আয়োজিত মতবিনিময় সভার জন্য প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান।এ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের যে অভিযোগ সাংবাদিকদের নিকট উত্তাপন করেছেন এ ব্যাপারে সাংবাদিকের পক্ষ থেকে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে কি না প্রশ্ন করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান।