জামালপুরের মেলান্দহে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা ২৪ নভেম্বর বুধবার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক লিডিং এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন।
রূপালী ব্যাংক মেলান্দহ বাজার শাখার ব্যবস্থাপক মো. হাসান জাহিদ এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান খান, মেলান্দহ কৃষি ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম, কৃষি ব্যাংক ভাবকী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার জিন্নাতুন নাহার। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন হাসমত উল্লাহ, মনোয়ার হোসেন, খান ট্রেডার্স এর কামরুল হাসান খান প্রমুখ। সভায় মেলান্দহ উপজেলার বিভিন্ন ব্যাংক ম্যানেজার-গ্রাহক ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।