পীরগঞ্জ উপজেলার আমোদপুরে এক বিধবার সাথে পরকীয়া করতে গিয়ে প্রতিবেশীদের হাতে এক যুবক আটকের পর উল্টো অভিযোগ করা হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার পাচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রামে। এলাকাবাসী জানায়,পাঁচগাছি গ্রামের মৃত্যু ইব্রাহিম আলীর বিবাহিতা ছেলে তোফাজ্জাল হোসেন কে গত সোমবার রাতে ডেকে নেয় আমোদপুর গ্রামের মৃত্যু আকালুর স্ত্রী অনিতা রানী। গভীর রাতে পাশের চায়ের দোকানী বিষয়টি টের পেয়ে অনিতার ভাতিজা কোকিল কে বলে দেয়। ভাতিজা কোকিল তার প্রতিবেশীদের নিয়ে অই বাড়িতে গিয়ে অনিতা রানীকে ডাক দেয়। বিষয়টি আঁচ করতে পেরে অনিতা রানী তোফাজ্জাল কে গোয়াল ঘরে শুয়ে রেখে গো-খাদ্য খড় দিয়ে ঢেকে রাখেএবং বাড়ির গেট খুলে দেয়। এ সময় শতাধিক হিন্দু পরিবারের মহিলা/পুরুষ বাড়ির ভিতর প্রবেশ করে গোয়াল ঘর থেকে তোফাজ্জাল কে বের করে। একসময় সুযোগে বুঝে সে তোফাজ্জল পালিয়ে যায়। এদিকে অনিতা রানী একটি চাকু হাতে নিয়ে নিজের ঘরের দরজা কাটে থাকে এবং স্থানীয়দের কে গালিগালাজ করে। হাতের চাকু দিয়ে নিজের হাত কেটে রক্তাক্ত করে। পরে প্রতিবেশী মোকছেদ আলী অনিতার হাতে ব্যান্ডেজ বেধে দেয়। ভাতিজা কোকিল বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেয় এবং ঘটনাস্থলে ডাকে। অনিতার ছেলে শ্রী রিপন জানায়,গত ২ বছর থেকে তোফাজ্জাল হোসেন আমাদের বাড়িতে যাওয়া আসা করে। আমি মাকে তার সাথে কথা বলতে নিষেধ করেছি কিন্তু মা শোনে না। এজন্য আমি ঢাকায় থাকি। পরদিন বিকলে অনিতা রানী পীরগঞ্জ থানায় স্থানীয় ৪ ব্যক্তির নামে থানায় একটি সাজানো অভিযোগ করেছে বলে জানা গেছে।