ইসলামপুর উপজেলার ১২নং চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীপুর চরপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দুইটি অত্যান্ত ঝঁকিপুর্ণ হওয়ার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম রিটানিং কর্মকর্ত বরাবরে তিনি লিখিত অভিযোগ করেছেন। তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন,যেহেতু ১২নং চরগোয়ালীনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫নং ওয়ার্ডের অর্ন্তগত লক্ষীপুর চরপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুইটিতে সাধারণ ইউপি সদস্য পদে একক প্রার্থী হওয়ায় সেখানে শুধু চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে সরকারী দলীয় (নৌকা প্রতীক) প্রার্থীর লোকজন প্রকাশ্যে শক্তি প্রদর্শন করাসহ নানা ভয়ভীতি সৃষ্টি, প্রাণনাসের হুমকি, ধামকি দিয়ে আসছেন। তারা আগামী ২৮নভেম্বর নির্বাচনের দিন কেন্দ্র দুইটি দখলে নিয়ে ভোট সিল মেরে নেয়ার তায়তারা করে আসছে। প্রকাশ থাকে যেহেতু কেন্দ্র দুটিতে মোট ভোটার সংখ্যা ২৩২৯ ভোট। এসব ওয়ার্ডের ভোটারদের মধ্যে প্রায় ৭৫০জনের অধিক ভোটার দেশের বাইরে প্রবাসে দিন কাটানোসহ আবার অনেকেই মারাও গেছেন। তাই সুষ্টু সুন্দর অবাদ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জরুরী ভিত্তিতে কেন্দ্র দুইটি নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ব্যাক্তিদের প্রতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে সরকারী দলীয় নৌকা প্রতীক প্রার্থী শহিদুল্লাহ কাছে জানতে চাইলে তিনি নানা ভয়ভীতি, প্রাণনাসের হুমকি ধামকির বিষয়ে অস্বীকার করেছেন।