২৮ নভেম্বর সারাদেশের ১ হাজার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামীলীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ও নির্বাচনী কার্যালয় আগুন দেয়ার ঘটনা ঘটেছে শেরপুর,নেত্রকোনা,পটুয়াখালী ও চট্টগ্রামে। গত ২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর সকাল পর্যন্ত এসব নির্বাচনী সহিংসতা ঘটে এবং ২৮ জন আহত হয়েছেন। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এপর্যন্ত দুজন নিহত হয়েছেন। এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘাতে ৩০ জন এবং প্রথম ধাপে ৫ জন নিহত হন।
দীর্ঘদিনের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একে অপরের সাথে আলিঙ্গন ও করমর্দন করে একজন আরেকজনের কাছে ভোট প্রার্থনা করেন। কিন্তু এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া ,এলাকা ছাড়ার হুমকি সহ নানা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সাথে প্রকাশ্যে সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার ঘোষনাও দেয়া হচ্ছে। চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগের নানা ঘটনা। কিন্তু সেগুলা যথাযথ ভাবে নিস্পত্তি না হওয়ায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে আহত নিহত হওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে। ঘটনা ঘটে যাবার পর স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বলছে তদন্ত চলছে,ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নির্বাচন কমিশন সব ঘটনা নির্বাচন কেন্দ্রিক নয় বলে দাবি করছে। কয়েকদিন আগে আইনশৃখলা সংক্রান্ত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার এমকে নুরুল হুদা বিভাগীয় কমিশনারদের বলেন বিশ্বের সব দেশেই নির্বাচন নিয়ে কিছু সহিংসতার ঘটনা ঘটে থাকে,এখানেও ঘটছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সচেতন হবার পরামর্শ দিয়ে তিনি তার দায় এড়াতে চেয়েছেন। বিভাগীয় কমিশনারদের কেউ কেউ স্থানীয় সাংসদের কেউ কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন উল্লেখ করে এও জানান সাংসদদের নিষেধ করার পর তারা আর নির্বাচনে কোনো ভূমিকা রাখছেন না।
নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত,প্রতিহিংসা পূর্ন নয় । আর রেফারির ভূমিকায় থাকা নির্বাচন কমিশনকে সব অন্যায় অবিচার কঠিন হাতে দমন করে সুষ্ঠ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা জরুরি। কিন্তু সরকারি দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী মাঠে বলছেন, তাদের সরকার ক্ষমতায় ,তারা যেভাবে ইচ্ছে ভোট করবেন কারো কিছু বলার বা করার নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে,সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মী। তারা কারো প্রতি দায়বদ্ধ নয়। তারা আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর থাকেন। তাই কারো অন্যায় আবদার তারা মানতে পারেন না। তাই আমরা চাই স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যথাযথ ভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে সংঘাত সংঘর্ষ এড়াবার ব্যবস্থা নিবেন। আমরা আর প্রাণহানি চাইনা, চাই সহাবস্থান।