স্থানীয় সরকারের তৃনমূল সংস্থা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও সহিংস ঘটনা ঘটলেও দলীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে তেমন দৃশ্যত কোনো ব্যবস্থা নেন নি। দলের সিদ্ধান্তের বাইর গিয়ে কেউ প্রার্থী হলে দল থেকে বহিষ্কার এবং দলীয় পদ থেকে অপসারণ বা আগামীতে কোনো নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না বলে হুশিয়ারি দিলেও বিদ্রোহী প্রার্থীরা তাতে কর্ণপাত করেন নি। বরং নির্বাচনে অংশ নিয়ে কেউ কেউ বিজয়ী হয়েছেন। অবশ্য সরকারি দল আওয়ামী লীগ কিছুকিছু জায়গা উন্মুক্ত রেখে সবার প্রার্থী হবার পথ প্রশস্ত করেছেন। আবার কিছুকিছু জায়গায় কিছু বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ধাপের নির্বাচন হয়ে গেছে। তৃতীয় ধাপের নির্বাচন হবে ২৮ নভেম্বর। চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে হবে এবং দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা ও মেয়র পদ ব্যবহার করে ব্যবসায়ীদের চাপে ফেলে বিভিন্ন সময় হয়রানি করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতঃপূর্বে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ওঠায় ২০১৪ সালে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রী সভা এবং দলের সভাপতিমন্ডলী থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, দলীয় সদস্য পদও ছিনিয়ে নেয়া হয়। ফলে তিনি সংসদ সদস্য পদও হারান।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু জাহাঙ্গীর আলম শুধু দল থেকেই বহিষ্কার নয়, এবার তার মেয়র পদও হারাবেন। ২০১৮ সালে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় জাতির পিতাকে অবমাননার দায়ে কড়া শাস্তির বিধান আছে। যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোন রকম প্রোপাগান্ডা ও প্রচারণা চালান বা তাতে মদদ দেন, তাহলে সেই ব্যক্তির সেটা অপরাধ। এজন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদ- বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থ-দ- বা উভয় দ-ের বিধান রয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্যের অডিও ক্লিপ গত সেপ্টেম্বর মাসে প্রকাশ পাওয়ার পর সরকার ও দলের ভেতর থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে।
প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামে ১৩ জন শিক্ষককে কারাগারে পাঠানো হয়। পরে তারা জামিনে মুক্ত হন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষককে চাকরীচ্যুত হন। কাজেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি দেখা গেছে। তৃতীয় পর্যায়েও অবস্থা একই। চতুর্থ ও পঞ্চম ধাপে একই চিত্রর পুনরাবৃত্তি হবে বলে মনে করা হচ্ছে। কাজেই দলের আর নীরব থাকার সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবার দলের নীতি নির্ধারকরা এদিকে নজর দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলের বিদ্রোহী প্রার্থীর সাথে যারা ভোট যুদ্ধে যুক্ত হলেন, তাদেরও কি বহিষ্কার করা হবে?