কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের মেটুয়া সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার দুপুরে মেটুয়া উত্তর পাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে ৪র্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মাস্টার আবদুল বাতেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান মোফাসসীর হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ মোফাসসীর হিসেবে তাফসীর করেন মাওলানা মাসুম বিন নোমান, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, উপধ্যক্ষ ইকবাল বাহার মজুমদার, ব্যবসায়ী সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহ্বায়ক এয়াকুব আলী রায়হান, অধ্যক্ষ আবদুল মতিন, গোলাম সারওয়ার ভূঁইয়া মুকুট, মাঈন উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, সমাজ সেবক মনির হোসেন, মেটুয়া সমাজ কল্যাণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ আল হোসাইনী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবু, সদস্য আব্দুল্লাহ প্রমুখ।