মহান মুক্তিযুদ্ধে শহীদ হরিজনদের রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি প্রদান ও জাত-পাত এবং পেশার কারণে হরিজনদের প্রতি বৈষম্য বন্ধের দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নগরীর কাছারি বাজার এলাকায় হরিজন অধিকার আদায় সংগঠন,রংপুর জেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলা শাখার উপদেষ্টা লিটন বাসফোর, সভাপতি সুরেশ বাসফোর, সহ-সভাপতি রাজু বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর, সাংস্কৃতিক সম্পাদক শাকিল বাসফোর, মহিলা নেত্রী শবরন বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে জাতি-বর্ণ,ধর্ম নির্বিশেষে সঙ্গে সবার অংশগ্রহণ ছিল এটা তার জ¦লন্ত উদাহরণ। মুক্তিযুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনীর হাতে ঢাকার মিরিন জিল্লা কলোনি সহ চাঁদপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাম অজানা অনেক হরিজন শহীদ হয়েছে। তারা দেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। কিন্তু আজও নিহত হরিজনদের রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দেয়া হয়নি। আবার স্বাধীনতার ৫০বছর পরও এই স্বাধীন দেশে জাত-পাত ও পেশার কারণে হরিজনদের প্রতি বৈষম্য করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে মুক্তিযুদ্ধে নিহত হরিজনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও হরিজনদের প্রতি বৈষম্য দূর করার দাবি জানান। পরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের স্মরণ করেন হরিজন সংগঠনের নেতা-কর্মীরা।