চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকরা শীত কালীন সবজির চাষাবাদ করে সফলতা লাভ করছেন। তাই এখন কৃষকরা এ চাষে আগ্রাহ বেড়ছে। গত কয়েক বছর ধরে উপজেলার ধোপাছড়ি,জামিরজুরী,দিয়াকুল,বরমা
বৈলতলী ও শঙ্খ নদীর তীরে প্রচুর শিমের চাষাবাদ করা হয়েছে। খরচ ও কম শ্রমে অধিক লাভভান হওয়ায় এখন কৃষকরা শিম চাষে ঝুকিয়ে পড়ছে। উপজেলার জামিজুরী গ্রামের কৃষক বাদশা মিয়া বিগত বছর ২০ শতক জমিতে শিমের চাষ করে সাথী ফসলের চেয়ে বেশ লাভবান হয়েছেন। তাই তিনি এবার ৪০ শতক জমিতে শিমের চাষ করেছেন। এখন শিমের ফলন আসতে শুরু করেছে। ভাল ফলনের পাশাপাশি বাজারে ভাল দাম থাকায় নিজের চাহিদা মিটিয়ে ভাল অর্থ উপার্জন হবে বলে আশাবাদ করেছেন বাদশা মিয়া। উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরাণী সরকার জানান,কৃষকরা প্রতিযোগিতা মূলকভাবে আধুনিক পদ্ধতিতে উচ্চফলন
জাতের চাষাবাদ করছে। তিনি বলেন, এখানকার চর এলাকায় পলি মাটির কারণে চাষাবাদে লাভবান হওয়া যায়।