চট্টগ্রামের চন্দনাইশে পিতার দায়েরকৃত মামলায় তারই ২ ছেলে সাইফুল ইসলাম(২৮) ও রমজান আলী (১৮) কে আটক করেছে পুলিশ। গত সোমবার ভোর রাতে তাদের আটক করা হয়। উপজেলার দোহাজারীস্হ উত্তর দিয়াকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় বয়স্ক পিতা আবু তাহেরকে প্রায় ছেলেরা মারধর করে আসছিল। তাই পিতা অতিষ্ঠ হয়ে রোববার রাত ৯টায় তার ছেলের বিরুদ্ধে থানার মামলা প্রেক্কিতে তাদেরকে আটক পূর্বক কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।