কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন টুঙ্গিপাড়ার সন্তান উত্তরা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও উত্তরা আওয়ামী লীগ নেতা শেখ মামুনুল হক। রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি মোজাম্মেল হককে বিজয়ী করার মাধ্যমে চান্দেরচর ইউনিয়নের ব্যাপক উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যাশা করেন। রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ মামুনুল হক উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যে আশা নিয়ে নৌকার একজন মাঝি হিসেবে মোজাম্মেলকে নমিনেশন দিয়েছেন, তাকে আপনারা ফিরিয়ে দেবেন না। চান্দেরচর ইউনিয়নের ব্যাপক উন্নয়নে আমি যেন সহায়তা করতে পারি সেই প্রত্যাশা করি। আপনাদের ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত রেখে একটি আদর্শ মডেল উপহার দেওয়ার জন্য আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে মোজাম্মেল হককে জয়যুক্ত করুন।
চান্দেরচর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক গরীব-দুখীর সেবা ও চান্দেরচর ইউনিয়নের সার্বিক উন্নয়নের সুযোগ চেয়ে বলেন- সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকার বিজয় নিশ্চিত করে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতি মুক্ত চান্দেরচর ইউনিয়ন গড়তে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাইদুজ্জামান আলম, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খন্দকার মো. শফিকুল ইসলাম ও আনু খন্দকার, চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন মমিন, তাইজুল ইসলাম, আবু রায়হান, হুমায়ুন কবীর সুমন প্রমুখ।