জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে ধানুয়া কামালপুর ও বগারচর ইউনিয়নের ৪০ জন কৃষকের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সামীর সাত্তার। এর আগে নিজস্ব অর্থায়নে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামে একটি মসজিদ উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার,সাধারণ সম্পাদক ইউসুফ আলী,সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,হাবিবুর রহমান হবি,বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান,যুবলীগ নেতা মশিউর রহমান লাখপতি,কমিশনার মিজানুর রহমান ও জাপা নেতা খোকন আকন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাবেক মন্ত্রী এম এ সাত্তারের সূযোগ্য সন্তান ব্যারিস্টার সামীর সাত্তার দীর্ঘদিন যাবত এলাকায় সমাজ সেবা মুলক কর্মকান্ড চালিয়ে আসছেন।