নেত্রকোনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরে এমএলএসএস পদে কর্মরত কুড়িগ্রাম জেলার বাসিন্দা কাইয়ুম সরদার ও তার পূত্র আহনাফ শাকিলের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও এর নেপথ্যে জড়িতদের ফাঁসির দাবী জানিয়েছে তার স্বজনরা।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা ও পূত্রকে একসাথে দাফন করা হয়। এসময় কাইয়ুমের পিতা আক্কাছ আলী সরদার, ভাই মোস্তাক আহমেদ মিলু, বোন লুবাবা বিন লুপা ও চাচা আখতারুজ্জামান এটাকে পরিকল্পিত হত্যা দাবী করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নেত্রকোনা পৌরসভাধীন নাগড়া গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন স্মৃতি সড়কে অবস্থিত জনৈক রুহুল আমিনের বাসার ৪র্থ তলায় স্ত্রী ছালমা খাতুন, এক পূত্র সন্তানসহ ভাড়া থাকতেন কাউয়ুম সরদার। ওই দিন সকালে কাইয়ুম সরদার ও তার পূত্র আহনাফ শাকিল গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্ত্রী দাবী করেন। কিন্তু কাইয়ুমের স্বজনদের দাবী এই হত্যাকান্ড ঘটনায় কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুনসহ আরো অনেকে জড়িত আছে।