ঝিনাইদহ কালীগঞ্জে মোস্তবাপুর মাধমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভবণ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, এমপি আনোয়ারুল আজিম আনার। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনী, নিয়ামতপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক হেলাল উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংসগঠনের নেতৃবৃন্দ।
চার কোটি টাকা ব্যায়ে নির্মিত বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।