‘প্রতিটি শিশুর জন্য উন্নত ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে গত ২০ নভেম্বর পালিত হলো বিশ্ব শিশু দিবস। নানা কথার ফুলঝুরিতে আমরা দিবসটি পালন করলেও শিশুদের জন্য আমরা বিশ্বকে এখনো নিরাপদ করতে পানি নি। বেড়ে ওঠার জন্য নিরাপদ পরিবেশ, শিশু নির্যাতন বন্ধ, শিশু শ্রম বন্ধ ও বাল্য বিবাহের কালো থাবা থেকে আমরা এখনো শিশুদের রক্ষা করতে পারছি না। এর মধ্যে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে কোভিড-১৯ শিশুদের শিক্ষা, পুষ্টি ও সার্বিক কল্যাণকে ব্যাহত করেছে। ২০২০ সালের সূচনাকালে এ মহামারির ফলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সবাইকে ঘরে আটকে রাখা হয়। ফলে শিশুদের মানসিক বিকাশে অপূরণীয় ক্ষতি হয়। বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ শিশু এবং পুরো এশিয়ায় প্রায় ৮০ কোটি শিশুর শিক্ষা ব্যাহত হয়।
২০১৩ সালে বাংলাদেশে ১৭ লাখ শিশু শ্রমে নিয়োজিত ছিল। বিশ্বব্যাপী শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটিতে। ৮৪ লাখ শিশু গত ৪ বছরে শিশু শ্রমে যোগ দিয়েছে। অন্যদিকে বাল্য বিবাহের শিকার ৫১ শতাংশ নারী। যাদের বয়স বর্তমানে ২০-২৪ বছর, তাদের বিয়ে হয়েছিল শিশু বা বাল্য কালে। ধারনা করা হচ্ছে, চলতি দশকের শেষে বিশ্বব্যাপী আরো এক কোটি বাল্য বা শিশু বিবাহ হতে পারে। এমন চলতে থাকলে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে।
কোভিড-১৯ এর কারণে পরিবারের আর্থিক সংস্থান করার জন্য অনেক শিশুকে শিশু শ্রম বিক্রিতে নিয়োজিত হতে হয়েছে। অন্যদিকে বাল্য বিবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে অনেক শিশু। তাদের আবার বিদ্যালয়ে ফিরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুধু তাই নয়, মহামারির কারণে বিশে^র স্বাস্থ্য পরিস্থিতিতে সবচেয়ে কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টি সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশে ৬-২৩ মাস বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে মাত্র একজন নুন্যতম সুপারিশকৃত পুষ্টি পেয়ে থাকে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অথচ আমরা তাদের জন্য নিরাপদ বিশ্ব গড়তে ব্যর্থ হচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলেও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আজ অভিভাবক হিসেবে আমাদের শিশুদের জন্য সুষ্ঠ প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে মনঃসংযোগ আবশ্যক। আর সময় ক্ষেপণ নয়, শিশুদের মানসিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। এতে যেমন সমাজের সামর্থবানদের এগিয়ে আসতে হবে, তেমনি সরকারের দায়িত্বও অপরিসীম। সুস্থ শিশুই গড়তে পারে সুস্থ জাতি। শুধু একদিনেই আনুষ্ঠানিকতা নয়, পুরো বছরের প্রতিটি দিনই শিশুদের জন্য নিরাপদ বিশ্ব গড়তে সবাইকে সচেতন হতে হবে।