বিশ্ব অর্থনীতির এখন নাজুক অবস্থা। করোনা মহামারি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। সাধারণ ছুটি, একের পর এক লকডাউন ও মানুষের গতিবিধি নিয়ন্ত্রণের কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব চলে এসেছিল। সে সময় কিছু প্রতিষ্ঠান জনবল ছাঁটাইয়ে বাধ্য হয়েছিল। মহামারির প্রভাব কাটিয়ে ব্যবসা-বাণিজ্য আবার গতিশীল হচ্ছে। ছাঁটাই করা জনবল ফের কাজ ফিরে পাচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতেও অনেক জনবল ছাঁটাই করা হয়েছিল কিংবা পদত্যাগে বাধ্য করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যাংকগুলোতে বর্ধিত জনবলের প্রয়োজন হচ্ছে। অনেক ব্যাংক নতুন করে নিয়োগও দিচ্ছে, কিন্তু ছাঁটাই করা লোকবলকে ফিরিয়ে নিচ্ছে না। করোনাকালে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করা কর্মীদের পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গত সেপ্টেম্বর মাসে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো সেই নির্দেশনাকেও গ্রাহ্য করছে না। ফলে ব্যাংক খাতের এই কর্মীরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
ব্যাংকিং বিশেষজ্ঞ ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, বিষয়টি অত্যন্ত অমানবিক। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করা হয়ে থাকলে অবশ্যই তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যাংক তা না করলে কেন্দ্রীয় ব্যাংককে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের সব সুযোগ-সুবিধা বন্ধ করে দিতে হবে। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁদের একটি বড় অংশই চাকরিজীবনের মধ্যম বা শেষ অবস্থায় থাকা কর্মকর্তা। সে কারণে অনেকেই মনে করেন, এই ছাঁটাই ও পদত্যাগে বাধ্য করার পেছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে। বর্তমানে এসব কর্মকর্তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বাবদ ব্যাংকগুলোকে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। তাঁদের স্থলে নতুন লোক নেওয়া হলে তাঁদের বেতন-ভাতা অনেক কম হবে। ব্যাংকগুলো লাভবান হবে। এই ধারা বা প্রবণতা প্রশ্রয় পেলে তা হবে অত্যন্ত ক্ষতিকর ও অমানবিক। তাই যেসব ব্যাংকে ছাঁটাই বা পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে, সেগুলোর যথাযথ তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেসরকারি ছয়টি ব্যাংকের কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে তেমন প্রমাণও পেয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এসব ব্যাংকে মোট তিন হাজার ৩১৩ জন কর্মী চাকরি হারিয়েছেন। যাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাঁরাও অভিযোগ করেছেন যে তাঁদের নানাভাবে হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।
বাংলাদেশে দ্রুত বিকাশমান একটি খাত হলো ব্যাংকিং খাত। বহু তরুণ শিক্ষাজীবন শেষে ব্যাংকিং খাতে চাকরি করার স্বপ্ন দেখেন। এখানে ছাঁটাই ও নিয়োগে যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হবে এমনটাই প্রত্যাশিত। করোনাকালে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা চাকরিতে ফিরতে চান, তাঁদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে এটাই প্রত্যাশা।