নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে নতুন জাগ্রতচর ও পুরাতন চরের ৫হাজার একরের ভূমিহীন কৃষকের রাজা শাইল ধান কেটে নিয়েছে ভূমি দস্যু ও এলাকার প্রভাবশালী মহল ও চরএলাহী চেয়ারম্যান আবদুল মতিন তোতা, কিল্লা বাজারের নুর হোসেন, বশতী এলাকার লোকজন, চঞ্জল মাঝির লোকজনের মধ্যে ছিদ্দিক উল্যাহ, জুলুম বাদশা, চত্তর মাঝি, সাবেক চেয়ারম্যান মহরম আলী, সুবর্ণ চরের শেয়ানা আলা উদ্দিনসহ ১০০-১৫০জনের নেতৃত্বে এ ধান কাটার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব এলাকাগুলো হলো- উড়িরচর, চর উমেদ, চর রমজান, চর বালুয়া, চর কলমি, দক্ষিণ চরএলাহী, চর গাজী মিজান, চর লেংটা, চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রামসহ ৫ হাজার একরের ভূমিহীনদের ধান।
এ ব্যাপারে চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের তৃণমূলের নথি গুলো আমার কাছে নেই। এগুলো দুই মহরম আলীর কাছে আছে।
চর ফকিরার গুচ্ছ গ্রাম এলাকার ভূমিহীন কৃষক নুর নবী (৭০) জানান, আমরা কষ্ট করে ধান রোপন করি। কিন্তু ভূমি দস্যু ও প্রভাবশালীরা আমাদের ধানগুলো কেটে নিয়ে যায়। আমরা এখন পথের ভিখারী হয়ে পরিবার পরিজন নিয়ে নিস্বঃ জীবন যাপন যাপন করতেছি।
অপরদিকে, গ্লোব কোম্পানী, লাদেন ফজেক্ট, বশতী সংস্থা ও ইগ্রো ফিসারিশ নামে ভূমিহীনদের জায়গায় নাটকীয়ভাবে বিভিন্ন সংস্থার নাম করে এ ভূমিদস্যুরা ভূমিহীন কৃষকের জমিনের ধান কেটে নিয়ে যায় বলে এলাকাবাসী জানান। ওদিকে সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা জানান, আমি কারো জমিনের ধান কাটি নাই। তবে কেউ যদি কাগজ দেখাতে তাহলে আমি জমি ছেড়ে দিব।
এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে (সতিমি বাজারের পাশে) পুলিশ ক্যাম্প ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শক) মোঃ বেলাল আহমেদ জানান, ধান লুটের একাধিক অভিযোগ ক্যাম্পে রয়েছে। সঠিক মালিককে ধান ফেরত দিতে আইন আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।