সারাদেশব্যপী স্থানীয় সরকারের তৃনমূল সংস্থা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের নির্বাচন। কিন্তু বিগত দু’ধাপে অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতা খুবই বিয়োগান্তক। গত দু’টি নির্বাচনে ৩৬টি প্রাণ ঝরে গেছে নির্বাচনী সহিংসতায়। নির্বাচন পরবর্তীতেও সহিংসতা কমে নি। লাগাতার এ সহিংসতায় গত ১৫ নভেম্বর প্রাণ হারিয়েছেন আরো দু’জন।
সারা দেশের নির্বাচনে সহিংসতা ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ; প্রার্থীকে জোর করে মনোনয়ন প্রত্যাহারের আবেদন পত্রে স্বাক্ষর আদায়সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার জন্য সরকারি দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চাপ অব্যাহত থাকলেও দলীয় ভাবে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা চোখে পড়ে নি। বরং প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলছেন, ‘নির্বাচনে তেমন কোনো সহিংসতা হচ্ছে না। যে সব এলাকায় সহিংসতা হচ্ছে, সে সব এলাকা আগে থেকেই সহিংসতাপ্রবন।’ সেই সাথে তিনি এও বলেন, ‘সারা দেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটছে। তবে এসব প্রাণহানির ঘটনা সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কি না, তা অনুসন্ধানের দাবি রাখে। এর মধ্যে মাত্র কয়েকটি ঘটনা ভোট কেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার কোনটা রাতের আঁধারে ঘটেছে।’
কথার মারপ্যাঁচে যতোই বলা হোক না কেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কোনো ঘটনা ঘটে নি তা সঠিক নয়। কারণ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। আর তা নির্বাচন কমিশনের পক্ষে পালন করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কালীন সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকে। প্রধান নির্বাচন কমিশনার যে সব এলাকাকে সহিংসপ্রবন বলছেন, সেসব এলাকার নজরদারি বিশেষ ভাবে করা উচিত ছিল। এ দায় এড়াবার কোনো সুযোগ নেই।
নির্বাচনকে সামনে রেখে সব সময় দেশের অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হয়। বৈধ অস্ত্র থানায় জমা রাখা হয়। কিন্তু এবার এ উদ্যোগ চোখে পড়ে নি। ঘটনা ঘটে যাবার পর কিছু এলাকায় অভিযান চালানো হলেও তেমন অস্ত্র উদ্ধার হয় নি। দেশীয় দু’চারটি অস্ত্র পাওয়া গেছে। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য ইতোমধ্যে কে এম নুরুল হুদা কমিশনকে সবাই নানা ভাবে ভর্ৎসনা করছেন। তার নেতৃত্বের কমিশনের বিদায়ের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে তুঘলকি কান্ড সারা দেশে ঘটছে সে জন্য তিনি ইতিহাসে সব সময় সমালোচিত হবেন। শাগ দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে বাস্তব অবস্থা অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমরা চাই নুরুল হুদা কমিশন যে ভৎসনার স্বীকার হয়েছেন আসন্ন নির্বাচন গুলোয় যথাযথ ব্যবস্থা নিয়ে সফলতার অলংকার পরবেন। এখনো সময় আছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ অবাধ ও সহিংসতা মুক্ত করে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। কারণ শেষ ভালো যার সব ভালো তার। কথায় নয় কাজে যত্নশীল হোন।