দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে কালুরঘাট সেতুর হালদার মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন স্ংস্হা আই ডি এফ এবং স্বেচ্ছাসেবক মোঃ রোসাংগীর আলমসহ স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় এই জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ মাছ শিকারীরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্বদানকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে কালুরঘাট হালদা নদীর মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আই ডি এফ, স্বেচ্ছাসেবক সহযোগিতায় পরিচালিত অভিযানে ৮ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীতে মাছের মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ রক্ষার নিমিত্তে ডলফিন রক্ষার জন্য নদীতে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে। অভিযান পরিচালনার তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।