আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী ভিপি আবু নাছের দুলালের সমর্থনে পৌরসভার ৩.৫ ও ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরের ৩ নং দক্ষিন অর্জুনতলা ওয়ার্ডের ভিপি দুলালের বাড়িতে সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্যা মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী রিপন এবং তারেক মোহাম্মদ কাউছার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিশিষ্ট ঠিকাদার, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মেয়র প্রার্থী ভিপি আবু নাছের দুলাল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-,সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ভিপি মমিন উল্লাহ মানিক, কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল গনি, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী এনামুল হক বুলু, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজাহান, বিশিষ্ট শ্রমিক নেতা অলি উল্যা ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা দুলাল ও আবু তাহের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
এসময় ওঠান বৈঠক গুলোতে বিপুল সংখ্যক নারী- পুরুষের উপস্থিতিতে কেন্দ্র কমিটির গঠন করা হয়। এসব সভায় মেয়র প্রার্থী ভিপি দুলাল নির্বাচিত হলে কি করবেন সে বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।