পিরোজপুরে নাজিরপুরে পৃথক অভিযানে মো. রেজাউল তালুকদার (৩৯), মো. মহাসিন সরদার (৩২) ও আলাউদ্দিন মৃধা (২৫) নামের ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছেন থানা পুলিশ। সোমবার (১৫নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ রেজাউলকে এবং আধা কেজি গাঁজাসহ মহসিন সরদার ও আলাউদ্দিনকে আটক করা হয়েছে। আটককৃত রেজাউল তালুকদার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত তহম তালুকদারের ছেলে। আর মহাসিন সরদার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের সাতাকাছিমা গ্রামের আবুল কালাম সরদারের এবং আলাউদ্দিন মৃধা একই এলাকার আজিজুল মৃধার ছেলে। মাদক বেচাকেনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত রেজাউলকে মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশ মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে ইয়াবাসহ এবং মহাসিন ও আবুল কালামকে উপজেলার শাঁখারীকাঠীর গীলাতলা থেকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।