পঞ্চগড়ের বোদায় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি বোদা উপজেলা ও পৌর কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ লুৎফর রহমান রিপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটর্িৃর সাধারণ সম্পাদক আবু ছালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, উপজেল জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কাশেম মঞ্জু। সম্মেলনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকমীরা উপস্থিত ছিলেন।