রংপুরের পীরগঞ্জ উপজেলায় কয়েকটি ইউনিয়নে পানিফল চাষ করে সফলতা পেয়েছে চাষিরা। উপজেলায় মৌসুমি পানিফল চাষে দিনদিন আগ্রহ বাড়ছে। এরইমধ্যে লাভজনক এই ফল চাষ করে অনেক চাষির পরিবারে সুদিন ফিরেছে। চৈত্রকোল,মাদারগঞ্জ, পাঁচগাছি এবং টুকুরিয়া শানেরহাটের খাল-বিল জলাশয়জুড়ে এখন শোভা পাচ্ছে পানিফলের গাছ। সকাল থেকে পানিফল তুলে ভ্যানগাড়ি যোগে বিক্রির জন্য উপজেলার হাট-বাজার গুলোতে নিয়ে যায় চাষিরা। পানেয়া গ্রামের মৃত্যু গমির উদ্দিনের ছেলে লুৎফর রহমান বলেন গত ৫ বছর ধরে নাছিরাবাদ বিলের নিচু জমি লিজ নিয়ে পানিফল চাষ করছেন। অই বিলে ৬০ শতক জমিতে এ বছর পানিফল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে। তিনি আরও বলেন পাঁচগাছি এলাকায় কয়েকজন চাষি রয়েছে তারাও পানিফল চাষ করে লাভবান হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাশয়ে চাষ হওয়া পানিফল স্থানীয় চাষিদের কাছে ‘পানিফল বা(শিঙ্গর) নামে পরিচিত। নিচু এলাকার বিল জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানিফল চাষ হয়। এ ফল পানিতে ভরপুর এবং তাতে প্রচুর খনিজ উপাদান থাকে। লোকজন আগ্রহভরে তা ক্রয়ের পর সিদ্ধ করে খায়। পানিফল অনেকটা মুখরোচক। উপজেলা কৃষি কর্মকর্তা ছাদেকুজ্জামান সরকার বলেন- এক সময়ের পতিত থাকা উপজেলার বিস্তীর্ণ এলাকার বিল জলাশয়ে চাষিরা পানিফলের সঙ্গে মাছ চাষও করছেন। এছাড়াও পীরগঞ্জের কৃষি ক্ষেত্রে নতুন করে পানি ফল যোগ হচ্ছে এবং দিনের পর দিন পানিফল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।