অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী থেকে ২২২
পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪
(জামালপুর-শেরপুর) এর সদস্যরা। সোমবার (১৫ নভেম্বর ) বিকেলে উপজেলার
ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেনা
স্থানীয় মৃত গফুর মন্ডলের ছেলে আবুল হাসেম ওরফে কালা নুরানী (৩৪) ও মৃত
ইসাহাক আলীর ছেলে রুবেল মিয়া (৩০)। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে শ্রীবরদী
থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪,
সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক
উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার
উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রামে অভিযান চালায়
র্যাব সদস্যরা। এ সময় স্থানীয় সজীব জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তা
থেকে ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসেম ও রুবেল মিয়াকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে
শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শ্রীবরদীর
বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক
ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।