চট্টগ্রামে হাটহাজারী রাতের অন্ধকারে আগুনে পুড়ল পার্কিংয়ে থাকা তিনটি চেয়ারকোচ। গত রোবাবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে বড়দীঘির পাড়ের পশ্চিমে ভাটিয়ারী সংযোগ সড়কের পাশ্ববর্তী মাঠে পার্কিং করা তিনটি চেয়ারকোাচে আগুন লাগে। স্থানীয়রা হাটহাজারী ফায়ার সার্ভিস ও ডিফেন্সেকে খবর দিলে তাদের দুটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হলেও আগুনে লেলিহান শিখায় বাস তিনটি পুড়ে ছাই হয়ে যায়। ততক্ষণে সর্বশান্ত হয়ে যান গাড়ির ৩ মালিক।
নাজিরহাট-খাখড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, তিনটি চেয়ারকোচ পুড়ে মালিকরা সর্বশান্ত হয়েছে। আমাদের সন্দেহ পার্কিংয়ের জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আমরা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করব। আগ্নিকা-ের মূল রহস্য উদ্ঘাটনে ফায়ার সার্ভিসকে তদন্তের জন্য আবেদন করব এবং আইনি পদক্ষেপ নেব।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও ডিফেন্স সিনিয়ার স্টেষন অফিসার মোঃশাহজাহান বলেন, চেয়ারকোচে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে শত্রুতা বা অন্য কোনো সূত্র থেকে আগুনের সূত্রপাত কিনা তা তদন্তের পরে জানা যাবে।