রংপুর জেলায় এই প্রথম মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করা হলো। সোমবার সকালে জেলা প্রশাসক মো. আসিব আহসান সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে জেলার মহিলা উদ্যোক্তারদের তৈরি পণ্যের প্রদর্শনের নির্দিষ্ট স্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য পাবে।
রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর জিলা স্কুল সংলগ্ন স্কাউট ভবনের নিচ তলায় সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, ডিপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপপরিচালক নাজমুন নাহার দিনা প্রমূখ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন বলেন, আইজিএ প্রকল্পের আওতায় এই সেলস ও ডিসপ্লে সেন্টার স্থাপন করা হলো। এর ফলে ৮ উপজেলার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষার্থীরা তাদের নির্মিত কাপড় ও পাটের তৈরি পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবে। এছাড়াও তাদের নিবন্ধিত ১৭৬টি সমিতির সদস্য, জাতীয় মহিলা সমিতির সদস্য সহ জেলার যে কোন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শন এবং বিক্রির উদ্দেশ্যে আনতে পারবেন।
রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, সেলস ও ডিসপ্লে সেন্টার চালু হওয়ায় জেলায় অনেক নারী উদ্যোক্তার সুবিধা হবে। কারণ আগে অনেকে তাদের নির্মিত পণ্যের প্রদর্শন করাতে না পারায় ন্যায্য মূল্য পাওয়া দুরের কথা বিক্রি করতে পারতো না। এখন এই সমস্যা দূর হলো বলে তিনি মনে করেন। এই ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।