কুমিল্লার হোমনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সহিংসতা ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিপক্ষের ভয় ভীতি স্বরূপ ভাড়া নৌকায় ‘টেটা’ পাচার অপপ্রচারের অভিযেগে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দি¦তাকারী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান।
সোমবার দুপুরে দুলালপুর বাজারে স্থাপিত তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, লন্ডনে আরাম আয়েশের জীবন ছেড়ে জনগণের সেবা ও বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় দুলালপুরকে একটি আধুনিক ইউনিয়ন এবং মাদক, সন্ত্রাসমুক্ত সুস্থ-সুন্দর ও মানুষের নিরাপদ জীবন উপহার দিতে এসেছেন। এতে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ রোববার রাতে জনৈক কালা মাঝির ভাড়া নৌকায় দেশীয় অস্ত্র ‘টেটা’ পাচার করে তার বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত হয়েছে। একটি বিভ্রান্তিমূলক ভিডিও ক্লিপিংসও ছড়ানো হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে সত্য উদযাটন করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম নৌকায় দেশীয় অস্ত্র ‘টেটা’ আমদানি সম্পর্কে ফেইসবুকে হাবিবুর রহমানের বিরুদ্ধে কালা মাঝির বক্তব্য সম্বলিত একটি ভিডিও প্রচার হচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূ¤্রজাল। কালা মাঝি অবশ্য এ প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, এক সাংবাদিকের সঙ্গীয় কয়েকজন ছেলেপুলে তাকে ভয়ভীতি দেখিয়ে হাবিবুর রহমানের নাম বলানোর চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আ. আউয়াল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাবেক ব্যাক কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ৪নয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মালেক মিয়া, ব্যবসায়ী মো. আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কাদির, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম প্রমুখ।
এ ব্যাপারে কালা মাঝি বলেন, তিনি ভাড়ায় নৌকা চালান। সেদিন বাঞ্ছারামপুর থেকে দুলালপুরের উদ্দেশ্যে হারুন ও সেকান (সেকান্দর) কিছু মুলি বাঁশ আর একটি পাটের বস্তা তার নৌকায় তুলে দিয়ে যায়। দুলালপুর ঘাটে এসে নৌকা ভিড়িয়ে নেমে গেলে কিছুক্ষণ পর পুলিশ এসে তার নৌকা থেকে ওইগুলো উদ্ধার করে। দূর থেকে পুলিশ দেখে ভয়ে পালিয়ে যান তিনি। ওই সাংবাদিক এইগুলো (টেটা) কার জানতে চাইলে তিনি জানেন না বললে, সঙ্গের ছেলেপুলেরা হাবিবুর রহমানের লোকজন দিয়ে গেছে বলার জন্য ভয় দেখায়। তিনি বলেন, ‘আমি গরীব মানুষ। আসলে আমি জানিইনা এইগুওলো কার।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, দুলালপুরে একটি নৌকা থেকে এক শ’ টেটা উদ্ধার করা হয়েছে। ওই সময় কাউকে পাওয়া যায়নি। মালিকানা উদ্ধারের চেষ্ট চলছে।