রংপুরের ৮ উপজেলায় প্রতি বছরের ন্যায় এ বছরও সুপারির বাম্পার ফলন হয়েছে। সুপারির ভালো দাম পেয়ে বাগান মালিকদের তাই মুখে হাসি ফুটেছে। এসব উপজেলার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনে উপযোগী। উপজেলাগুলো হচ্ছে-রংপুর সদর,মিঠাপুকুর,গঙ্গাচড়া,তারাগঞ্জ,বদরগঞ্জ,পীরগাছা,কাউনিয়া ও পীরগঞ্জ। এসব উপজেলায় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে সুপারির গাছ নেই। এছাড়াও কোন কোন উপজেলায় বিশাল-বিশাল এলাকাজুড়ে রয়েছে সুপারি বাগান। অর্থকারী এ ফসলকে ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে বর্নিত উপজেলায়। উৎপাদিত সুপারির বাজার দর ভালো থাকায় সুপারি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। পীরগঞ্জ উপজেলার শানেরহাট, পাঁচগাছি, বড়দরগাহ্, মাদারগঞ্জ,মিঠাপুকুরের শঠিবাড়ী, বৈরাতী,গোপালপুর,মীর্জাপুর,তেতুলিয়া,আমাদপুরসহ অন্যান্য এলাকায় সুপারি চাষ হয়ে থাকে। এসব উপজেলায় উৎপাদিত সুপারী জেলা ও উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, স্থানীয় বাগানে উৎপাদিত সুপারি বাজারে ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। এবারে সুপারির দামও অন্যান্য বছরের তুলনায় বেশি। যার ফলে স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে ব্যবসায়ীরা। সুপারি চাষি পীরগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের ইউনুস আলী জানায়, বাড়ির পাশে ছায়াযুক্ত জায়গাজমি এমনিতেই পড়ে থাকে। সেখানে আমি সারিবদ্ধ ভাবে সুপারির চারা রোপণ করে বাগান বানিয়েছি। প্রতিবছরের অই বাগান থেকে ভালো টাকা ঘরে আসে। একবার সুপারির চাষ করলে ১০ থেকে ১৫ বছর ফল পাওয়া যায়। লাভজনক সুপারির চাষে কোন খরচ নেই। কৃষি বিভাগ জানায়,উপজেলায় ৪০ হেক্টর জমিতে সুপারির চাষ রয়েছে। ব্যবসায়ীরা জানান,এ বছর প্রতি বিশ সুপারি ২’শ থেকে ২’শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম গত কয়েক বছরের তুলনায় বেশি বলে জানান ব্যবসায়ীরা। দেশে সুপারি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকলে বিদেশেও রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হতো বলে ব্যবসায়ীরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা ছাদেকুজ্জামান সরকার জানান, মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী ৪০ হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। যা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। সুপারি বাগান মালিকদের কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে বলে তিনি জানান।