স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় পিরোজপুর জেলা পুলিশে ২ নারীসহ ২৩ জনকে কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছে পুলিশ বিভাগ। এর মধ্যে সাধারণ কোটায় ১৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন, পুলিশ পোষ্য কোটায় ১ জন, আনসার কোটায় ১ জন এবং নারী কোটায় ২ জন নির্বাচিত হয়েছে। নিয়োগপ্রাপ্তরা প্রায় সবাই-ই অতি সাধারন ও নিম্ন বিত্ত পরিবারের সদস্য বলে পিরোজপুর পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে।
পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে সোমবার দুপুরে পিরোজপুর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান। পুলিশ সুপার জানান, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর যাতে করে দালাল বা মধ্যসত্বভোগির কবলে কেউ না পড়ে সে বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে জেলার গ্রামে গ্রামে মাইকিং করাসহ মসজিদসমুহে জুমার নামাজের সময় মানুষকে পুলিশের পক্ষে বক্তব্য রাখা হয়। এ ছাড়া স্থানীয় পত্রিকাগুলোতে পুরিশের এ স্বচ্ছ নিয়োগের ব্যাপারে বিজ্ঞাপন প্রচার করা হয়। যেসব আবেদনকারী শারিরিক ও মানসিকভাবে সক্ষম এবং কনস্টেবল পদের জন্য প্রকৃত মেধাবী তাদেরকেই প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, ৮ শ’ জন পুরুষ ও ১ শ’ জন নারী প্রার্থী আবেদন করলেও বাছাই পর্বে ৬ শত ৯৪ জন উপস্থিত হয়। তাদের মধ্য থেকে ওই ২৩ জন উপযুক্ত বিবেচিত হয়।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।