ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি
এলাকায় কালঘোষা নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো
মানুষ। গারো অধ্যুষিত এই পাহাড়ি জনপদে ওই নদীর ওপর একটি সেতু নির্মাণের
দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুকনো মৌসুমে
নদীতে পানি কম থাকে। তখন কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় যোগাযোগ
একেবারে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এখানে সেতুর দাবি করা হলেও প্রশাসনের
পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হালচাটি গ্রামটি
ভারতের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। গ্রামটির উত্তরে ভারতের ‘বারাঙ্গাপাড়া
হালচাটি’ গ্রাম। ভারত থেকে এ গ্রামের মধ্যে দিয়ে নেমে এসেছে কালাঘোষা
নদী। শুকনো মৌসুমে এ নদীতে হাঁটুপানি থাকে। বর্ষা এলে কানায় কানায় ভরে
ওঠে নদী। তখন বন্ধ হয়ে যায় হালচাটিসহ আশপাশের গ্রামবাসীর চলাচল।
কালাঘোষা নদী পার হয়ে ওই পথে প্রতিদিন হালচাটি, গান্ধিগাঁও, নওকুচি, গজনী
গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। নদীর উত্তর পাশে ভারত সীমান্ত
ঘেঁষে আদিবাসী কোচপল্লি। এ পল্লিতে অর্ধশতাধিক কোচ সম্প্রদায় পরিবারের
বাস। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের কোমলমতি শিশু-কিশোরদের
নদী পাড়ি দিয়েই স্কুল-কলেজে যেতে হয়। পানি বাড়লে স্কুল-কলেজে যাতায়াত
বন্ধ হয়ে যায়। তাঁদের চলাচলের সড়কটিও দুপায়ের পাহাড়ি পথ। চলে না কোনো
যানবাহন। এখানে সেতু না থাকায় এলাকাবাসীর পাশাপাশি বিজিবি টহল দল ও বন
বিভাগের কর্মকা-ও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
হালচাটি গ্রামের কৃষক সুরেন্দ্র চন্দ্র কোচ বলেন, ‘শুকনো মৌসুমে কোনো
রকমে চলাচল করা যায়। কিন্তু বর্ষাকালে সেতু না থাকায় আমরা কোথাও যাতায়াত
করতে পারি না। এলাকার কেউ অসুস্থ হলেও তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে
যায়। আমাদের এ দুর্ভোগ লাঘবে এখানে একটা সেতু চাই।’ একই গ্রামের একজন
নারী বলেন, ‘পুরুষ মানুষেরা যেভাবে নদী পার হইতে পারে। কিন্তু আমরা তো
সেভাবে পারি না। একটা সেতু অইলে আমগোর মেলা উপকার অইবো।’
আগ্নেশ্বর কোচ নামের আরেকজন বলেন, ‘ভোটের সময় অনেকেই আশ্বাস দেন, সেতু
করে দেবেন। কিন্তু ভোট শেষ হইলে তাঁদের আর খোঁজ থাকে না। আমরা কি সারা
জীবন এভাবেই কষ্ট করে যামু?’
স্থানীয় শিক্ষক ও সমাজসেবক যুগল কোচ বলেন, ‘গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে
করে নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার। এরপর সীমান্ত সড়ক হয়ে হাসপাতালে
যেতে হয়। আমরা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বিষয়টি
জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ
খকসী আক্ষেপ করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান উদ্যোগ নিলে ত্রাণের টাকা
থেকে চলাচলের জন্য অন্তত ছোট একটি সাঁকো তো তৈরি করা যায়। কিন্তু সে
বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নেননি।
গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘হালচাটিতে একটি
সেতুর অভাবে আমাদের দাপ্তরিক কর্মকা- বিঘিœত হয়। নিলামে বিক্রি করা
বনের কাঠ পারাপারে চরম ভোগান্তি পোহাতে হয়।’
বিজিবি-৩৯ ব্যাটালিয়নের নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার
উমর ফারুক বলেন, সেতুর অভাবে বিজিবির টহল দল সীমান্তে পৌঁছাতেও
ভোগান্তিতে পড়ে। তাই দ্রুত এখানে একটি সেতু হওয়া দরকার।
এ ব্যাপারে স্থানীয় কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল
হক বলেন, ওই পথ দিয়ে প্রশাসনের লোকজনসহ বিজিবির সদস্যরাও চলাচল করেন।
বর্ষা এলে চলাচলে খুব সমস্যা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বরাদ্দ
এলেই সেখানে সেতু নির্মাণ হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি জানা ছিল না।
সরেজমিনে গিয়ে জায়গাটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।