শেরপুরে অভিযান চালিয়ে প্রায় ৪ গ্রাম হেরোইনসহ মো. পারভেজ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। রোববার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পারভেজ স্থানীয় মৃত হাবিবুর রহমানের ছেলে। একইদিন মাদক আইনের মামলাসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, রোববার বেলা পৌণে ১২টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় মাদক ব্যবসায়ী পারভেজকে ৩.৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।