ইটভর্তি ট্রলির ধাক্কায় আরবি (২) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর তেলের মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আনসার আলীর মেয়ে আরবি তেলের মিল এলাকায় পাকা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা তার দাদা রসুল মিয়ার কাছে যেতে অন্য পাশ থেকে দৌড় দেয়। এ সময় শেরপুর থেকে নন্নীগামী ইটভর্তি একটি ট্রলির ধাক্কায় আরবি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার এসআই ইমান আলী জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।