পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রংপুর নগরীর বিদ্যুৎ ভবন চত্বরে পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ সিবি এ ( বি-২১১৭) রংপুর-দিনাজপুর শাখা কমিটির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এম এ মজিদ। প্রধান আলোচক ছিলেন পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ( বি-২১১৭) সিবিএ সভাপতি আবদুল হাই, পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ( বি-২১১৭) সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল লতিফ শেখ। পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ ( বি-২১১৭) সিবিএ দিনাজপুর কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ( বি-২১১৭) সিবিএ সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি রোস্তম আলী, মহানগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ( বি-২১১৭) সিবিএ প্রচার সম্পাদক সামসুর রহমান মারুফ, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শেখ। এছাড়াও বক্তব্য রাখেন পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ( বি-২১১৭) সিবিএ রংপুর কমিটির সভাপতি জালাল উদ্দীন, দিনাজপুর কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন রংপুর কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম। রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের বিভাগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।